পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে প্রতিষ্ঠানটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে। ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্যে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ও একটি টেলিকম কোম্পানির সমন্বয়ে একটি কনসোর্টিয়াম গঠন হতে যাচ্ছে। ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়ার জন্য সিটি ব্যাংকের কাছে প্রস্তাব পাঠানো হলে ব্যাংকটির পরিচালনা পর্ষদ তা অনুমোদন করে।
প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির পরিশোধিত মূলধনের ১১.১২ শতাংশ যোগান দেবে সিটি ব্যাংক লিমিটেড। টাকার অংকে ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২৭ কোটি ৭৮ লাখ টাকা।