ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা “ডিজিটাল টিভি” বন্ধ করতে যাচ্ছে ভারতীয় টেলিকম কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশন্স (আরকম)।
এ বছরের ১৮ নভেম্বর থেকে কার্যকর হবে প্রতিষ্ঠানটির ডিটিএইচ ব্যবসা কার্যক্রম বন্ধের উদ্যোগ। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রিলায়েন্স সূত্রে জানানো হয়েছে, ডিরেক্ট-টু-হোম ডিজিটাল টিভি ব্যবসার লাইন্সেসের মেয়াদ শেষ হওয়ার পর তারা আর কার্যক্রম অব্যাহত রাখতে পারবে না।
ভারতে “রিলায়েন্স ডিজিটাল টিভি” নামে ডিটিএইচ সেবা সরবরাহ করে আসছে রিলায়েন্স। বর্তমানে ভারতজুড়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ডিটিএইচ সেবা সরবরাহ করছে।
তবে এ খাতে মাত্র ২ শতাংশ বাজার রিলায়েন্স এর দখলে রয়েছে। ২৪ শতাংশ দখল নিয়ে ডিশ টিভি শীর্ষে এবং ২৩ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে টাটা স্কাই।
রিলায়েন্স এর এক মুখপাত্র জানান, ডিটিএইচ ব্যবসা তাদের মূল ব্যবসার অন্তর্ভুক্ত নয়। এরই মধ্যে গ্রাহকদের বিকল্প সেবা ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
পাশাপাশি গ্রাহকদের বিকল্প সেবায় স্থানান্তরের জন্য তিনটি ডিটিএইচ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে। ফলে গ্রাহকরা অতিরিক্ত অর্থ ব্যয় না করেই অন্য ডিটিএইচ সেবা সরবরাহকারীর নতুন স্কিম ব্যবহারের সুযোগ পাবেন।
২০১৩ সালে ডিজিটাল টিভি সেবা খাতে ব্যবসা জোরদারে আরকম তাদের ডিটিএইচ ব্যবসা সান গ্রুপের সঙ্গে একীভূত করতে চেয়েছিল। কিন্তু মূল্যায়নসংক্রান্ত কারণে সে সময় এ উদ্যোগ সফল হয়নি।
ডিটিএইচ ব্যবসা নিয়ে কয়েক বছর ধরেই খারাপ সময় পার করছে আরকম। রাজস্ব আয় বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমাতে চলতি বছর এপ্রিলে এ ব্যবসা বিভাগের প্রায় ৮০০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।
বোম্বে স্টক একচেঞ্জের তথ্যমতে, রিলায়েন্স কমিউনিকেশন্সের কাছে ডিটিএইচ ব্যবসা বন্ধের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এদিকে ডিটিএইচ ব্যবসা বন্ধের খবরে আরকমের শেয়ারদর ৫ শতাংশ কমে ১৬ দশমিক ১৫ রুপিতে দাঁড়িয়েছে।
টেলিযোগাযোগ খাতে আধিপত্য বাড়াতে এয়ারসেলের সঙ্গে ব্যবসা একীভূতকরণের উদ্যোগ নিয়েছিল আরকম। কিন্তু আইনি ও নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে সৃষ্ট অনিশ্চয়তার কারণে এ উদ্যোগও ভেস্তে যায় প্রতিষ্ঠানটির।
বাতিলের কারণ হিসেবে বলা হয়, আইনগত ও নিয়ন্ত্রক অনিশ্চয়তা, স্বার্থ ও নীতিনির্ধারকরা টেলিকম খাতে ব্যাংক অর্থায়ন এবং এ শিল্পের গতিশীলতা পরিবর্তনে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করছে। এ কারণে একীভূতকরণ অনির্দিষ্টকালের জন্য বিলম্ব হচ্ছে।
এয়ারসেলের সঙ্গে একীভূত এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ব্রকারফিল্ডের কাছে টাওয়ার বিক্রির মাধ্যমে আরকমের প্রায় ৬০ শতাংশ ঋণ কমিয়ে আনার আশা করা হয়েছিল।
চলতি মাসের শুরুর দিকে আরকম এক বিবৃতিতে জানায়, এয়ারসেলের সঙ্গে একীভূতকরণের চুক্তিটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাতিল করা হয়েছে।
আজকের বাজার : এমএম / ২৬ অক্টোবর ২০১৭