ঢাকা ওয়াসা পানির পাইপলাইন পরিবর্তন করে ডিএমএ(ডিটেইলড মিটারড এরিয়া) পদ্ধতি চালু করেছে বলে জানিয়েন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রোববার জাতীয় সংসদে এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে সমবায়মন্ত্রী মোশাররফ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ পদ্ধতি চালু করার ফলে পানির অপচয় বা সিস্টেম লস শতকরা ৫ থেকে ৭ ভাগ নেমে এসেছে। এ অপচয় আগে ছিল শতকরা ৪০ ভাগ।
মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের উত্তরে সমবায়মন্ত্রী মোশাররফ জানান, রাজধানীতে পাইপলাইন পরিবর্তন প্রকল্পের কাজ প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে।
মমতাজ বেগমের প্রশ্নের উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী জানান- পল্লী, নগর ও ক্ষুদ্রাকার পানিসম্পদ অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলা, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের মতো কার্যক্রমগুলো এলজিইডিকে সর্বজনীন উন্নয়ন সংস্থায় পরিণত করেছে।
আজকের বাজার/আরজেড