ডিপিএল : শীর্ষে থেকেই সুপার লিগ খেলবে শেখ জামাল, মেন্ডিস-অপু নৈপুণ্যে সান্ত্বনার জয় মোহামেডানের

পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ঢাকা প্রিমিয়ার লিগের (বিপিএল) সুপার লিগে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম রাউন্ডের লিগ পর্বে শেষ রাউন্ডের ম্যাচে আজ শেখ জামাল ৫৩ রানে হারিয়েছে সিটি ক্লাবকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। শুরুতে ৫৪ রানে ৩ উইকেট হারালেও, অধিনায়ক ইমরুল কায়েসের হাফ-সেঞ্চুরিতে শুরুর ধাক্কা সামলে উঠে শেখ জামাল।

তবে ৩১তম ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে দলীয় ১৩১ রানে ইমরুলের আউটের পর দলের হাল ধরতে পারেনি আর কোন ব্যাটার। ফলে ৪৬ দশমিক ২ ওভারে ১৯৭ রানে অলআউট হয় শেখ জামাল। ৮৯ বল খেলে ৭টি চারে নিজের ইনিংসটি সাজান ইমরুল। এছাড়া রবিউল ইসলাম রবি ২৪, উইকেটরক্ষক নুরুল হাসান ২২ ও মৃত্যুঞ্জয় চৌধুরি অপরাজিত ২০ রান করেন। সিটি ক্লাবের আব্দুল হালিম ও মঈনুল ইসলাম ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৯৮ রানের টার্গেটে খেলতে নেমে শেখ জামালের বোলারদের তোপের মুখে পড়ে সিটি ক্লাব। এক পর্যায়ে ৪৮ রানেই পঞ্চম উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত ৪৩ দশমিক ১ ওভারে ১৪৪ রানে অলআউট হয় সিটি ক্লাব। অধিনায়ক জাওয়াদ রোহান সর্বোচ্চ ৪৫ রান করেন। শেখ জামালের রবি ৩টি উইকেট নেন।

এই জয়ে ১০ ম্যাচ শেষে ৯টি জয় ও ১টি হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার পর্বে খেলতে নামবে শেখ জামাল। আর সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থেকে রেলিগেশন পর্ব খেলবে সিটি ক্লাব।

মেন্ডিস-অপু নৈপুণ্যে সান্ত্বনার জয় মোহামেডানের শ্রীলংকার কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও স্পিনার নাজমুল হোসেন অপুর ৫ উইকেট শিকারের সুবাদে ঢাকা প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম রাউন্ডের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেল মোহামেডান। মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রুপগঞ্জকে ৮০ রানে হারিয়েছে মোহামেডান।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করেন মোহামেডানের দুই ওপেনার রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমন। নবম ওভারের শেষ বলে মোহামেডানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন লিজেন্ডস অব রুপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৩৪ রান করা রনিকে শিকার করেন ম্যাশ।

এরপর ১৭ ওভারে ১১৫ রানের জুটি গড়েন ইমন ও শ্রীলংকার কুশল মেন্ডিস। ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৮ বলে ৭৬ রান করেন ইমন। মাঝে সৌম্য ৩ রানে ফিরলেও, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ৪১ বলে ৭০ রান তুলেন মেন্ডিস। এই জুটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। ৯১ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ১০১ রান করে থামেন তিনি।

৩৭তম ওভারে দলীয় ২৫৪ রানে মেন্ডিস ফিরে গেলেও, মোহামেডানকে বড় সংগ্রহ এনে দেন মাহমুদুল্লাহ। মাত্র ২৪ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৪৮তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া মাহমুদুল্লাহ ৪৭ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭০ রান করেন । ফলে ৪৭ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩০৭ রানের সংগ্রহ পায় মোহামেডান।

লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে ৪টি উইকেট নেন পেসার মেহেদি হাসান রানা। লেগস্পিনার তানবির হায়দার ২টি, ভারতের চিরাগ জানি-মাশরাফি বিন মর্তুজা ও নাবিল সামাদ ১টি করে উইকেট শিকার করেন। জয়ের জন্য ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেম শুরুতেই মহা বিপদে পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। স্পিনার নাজমুল ইসলাম অপুর ঘুর্ণিতে পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ ১০২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে।

তবে এক প্রান্ত আগলে লিজেন্ডস অব রূপগঞ্জকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন নাইম ইসলাম। চার নম্বরে নামা নাইম ৮টি চারে ৮০ রানের ইনিংস খেলে শেষ ব্যাটার হিসেবে আউট হন। ৪৯ দশমিক ১ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডানের অপু ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

এই ম্যাচ জয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট মোহামেডানের। রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সমান পয়েন্ট মোহামেডানের। কিন্তু সমান পয়েন্ট হওয়ায় হেড টু হেড বিবেচনায় রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হারে মোহামেডান। তাই সুপার লিগের টিকিট পায়নি মোহামেডান। এই ম্যাচ হারলেও, ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে লিজেন্ডস অব রুপগঞ্জ।

সুুপার লিগে খেলা দলগুলো হচ্ছে-শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮), আবাহনী লিমিটেড (১৪), লিজেন্ডস অব রুপগঞ্জ (১৪), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১২), রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০) ও গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০)। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান