দেশের বিভিন্ন ভেন্যুতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশ নেয়া ১১টির মধ্যে ৬টি দল সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
কাল বিকেএসপি-৩ নম্বর মাঠে শেখ জামালের মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স, বিকেএসপি-৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হবে লিজেন্ডস অব রুপগঞ্জ। দিনের অন্য ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড।
প্রতিদিনই তিনটি করে ম্যাচ হবে। পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। প্রথম রাউন্ডের পয়েন্টগুলোও সুপার লিগে যোগ হবে।
১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আবাহনী লিমিটেড। ১৪ পয়েন্ট আছে লিজেন্ডস অব রুপগঞ্জেরও। তবে রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে তারা। ১২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে রুপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
চ্যাম্পিয়নশিপের লড়াইটি শেখ জামাল এবং আবাহনীর মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। কারণ অন্যান্য দলগুলির চেয়ে অনেক দূরে এগিয়ে আছে তারা। যদিও আবাহনী থেকে চার পয়েন্টে এগিয়ে শেখ জামাল। তবে গ্রুপ পর্বের শেষ কয়েকটি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পারফরমেন্স এমনই ইঙ্গিত দিচ্ছে যে, শেখ জামালকে কঠিন পরীক্ষায় ফেলবে তারা।
প্রথম পর্বে শেখ জামালের কাছে ৫ উইকেটে হেরেছিলো আবাহনী। তবে এরপর নিজেদের পারফরমেন্সের উন্নতি করেছে তারা।
এদিকে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ব্যক্তিগত কারনে লন্ডনে উড়ে যাওয়া তামিম ইকবালকে সুপার লিগে পাবে না প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের কর্মকর্তারা জানান, তামিম কবে দেশে ফিরবেন এবং শেষ পর্যন্ত দলের হয়ে সুপার লিগ পর্ব খেলতে পারবেন কি-না সে বিষয়ে অবগত নন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান