লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর প্রথম কোন ব্যাটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের অনন্য রেকর্ড গড়লেন ডান-হাতি এনামুল হক বিজয়।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ এবারের মৌসুমে ১ হাজার পূর্ণ করেছেন বিজয়। ডিপিএলের সুপার লিগের চতুর্থ রাউন্ডে বিকেএসপির চার নম্বর মাঠে আজকের ম্যাচে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিজয়।
এ ম্যাচের আগে এবারের মৌসুমে বিজয়ের রান ছিলো- ১৩ ম্যাচে ৯৩০। ২টি সেঞ্চুরির সাথে ৮টি হাফ-সেঞ্চুরিও করেন তিনি। হাজার রান করতে ৭০ রানের দরকার ছিলো বিজয়ের।
রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে চলতি আসরে তৃতীয় ও লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৫তম সেঞ্চুরি তুলে নেন বিজয়। শেষ পর্যন্ত ৮৪ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১১২ রানে অপরাজিত থাকেন বিজয়। এই ইনিংস খেলার পথে, এবারের মৌসুমে ১ হাজার রান পূর্ণ করেন বিজয়। ঢাকা লিগে এর আগে কোন ব্যাটার এক মৌসুমে ১ হাজার রান করতে পারেনি।
ডিপিএলের এক মৌসুমে আগের সর্বোচ্চ রান ছিলো ব্যাটার সাইফ হাসানের। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২ দশমিক ৬১ গড়ে ৮১৪ রান করেছিলেন সাইফ। এবারের ডিপিএলে সবচেয়ে বেশি রানের সাথে-সাথে এক মৌসুমে ১ হাজার রান করার নজির গড়লেন বিজয়।
দেশের জার্সিতে ৪ টেস্টে ৭৩, ৩৮ ওয়ানডেতে ১০৫২ ও ১৩ টি-টোয়েন্টিতে ৩৫৫ রান করেছেন বিজয়। ২০১৯ সালে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিজয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান