ডিবিআইয়ের ম্যানেজিং একাউন্টস-বেস্ট প্রাকটিসেস কোর্স অনুষ্ঠিত

ডিসিসিআই বিজনেস ইন্সটিটিটে (ডিবিআই) দুইদিন ব্যাপী ‘ম্যানেজিং একাউন্টস-বেস্ট প্রাকটিসেস’ বিষয়ক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্রের মনোনীত ১৬ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। মোহাম্মদ আনোয়ারুল হক, এফসিএ, পার্টনার, এস.কে. বড়ুয়া অ্যান্ড কোঃ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষণ পরবর্তী প্রতিক্রিয়ায় প্রশিক্ষণার্থীরা জানান, প্রাপ্ত জ্ঞান স্ব স্ব কর্মক্ষেত্রে এ সংক্রান্ত দায়িত্ব পালনে তাদেরকে আরও বেশি নির্ভূল ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।

অনুষ্ঠানে উপস্থিত আইন ও সালিশ কেন্দ্রের হিসাব ও প্রশাসন বিভাগের পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান ডিবিআইকে কোর্সটি আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি কামরুল ইসলাম, এফসিএ। তিনি বলেন, একজন সফল হিসাবরক্ষক তথা হিসাব পেশাজীবী হতে হলে সুশিক্ষা, দক্ষতা অর্জন, তথ্য ব্যবস্থাপনা, আন্তরিকতা ও সততা ইত্যাদি গুনাবলি প্রয়োজন। ওইসব গুণাবলী কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে আরও বেশি আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।

ডিবিআইয়ের নির্বাহী পরিচালক মোঃ জয়নাল আব্দীন অংশগ্রহনকারীদের সন্তুষ্টি ও ইতিবাচক মূল্যায়নের জন্য ধন্যবাদ জানান। এছাড়াও তিনি আইন ও সালিশ কেন্দ্রকে ডিবিআইয়ের নলেজ পার্টনার হতে আমন্ত্রণ জানান। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কোর্সে কর্মকর্তা মনোনয়ন প্রদানে অনুরোধ করেন। তিনি আরও বলেন, কোর্স সংক্রান্ত তাদের মূল্যবান পরামর্শগুলো ভবিষ্যতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

আজকের বাজার : এসএস/এলকে ১৯ ডিসেম্বর ২০১৭।