ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ শাকিল রিজভী এর নেতৃত্বে ১৫ (পনের) সদস্যের প্রতিনিধিদল আজ ১৮ ডিসেম্বর, ২০১৮ তারিখে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম এর সভাপতিত্বে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করেন।
বৈঠকে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম ডিবিএ’র প্রেসিডেন্ট ও তাঁর পরিচালনা পর্ষদকে স্বাগত জানিয়ে বলেন, বিগত দিনগুলোতে ডিবিএ এবং স্টক এক্সচেঞ্জ দেশের পুঁজিবাজার উন্নয়নে একসাথে কাজ করেছে। যার ফলে পুঁজিবাজার আজকের এই গৌরবময় অবস্থানে পৌঁছেছে। ডিবিএ’র ও স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্য এক অভিন্ন আর তাহলো পুঁজিবাজার উন্নয়ন। ডিবিএ’র প্রতিনিধিবৃন্দ পুঁজিবাজার উন্নয়নে কিছু প্রস্তাবনা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে আইপিও প্রসেস, ট্রেক লাইসেন্স, ব্রাঞ্চ অফিস, নতুন প্রডাক্ট, নিকুঞ্জ বিল্ডিং, ট্রেডিং কেন্দ্রিয়করণ ইত্যাদি।