আজ ২৬ ডিসেম্বর ২০১৯ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর কার্যালয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন এর নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ ছায়েদুর রহমান এর নের্তৃত্বে তাঁর কার্য নির্বাহী কমিটির সাথে ডিবিএ’র পরিচালনা পর্ষদের একটি সৌজন্যমূলক সভা অনুষ্ঠিত হয়। ডিবিএ’র সম্মানিত সভাপতি জনাব মোঃ শাকিল রিজভী এর সভাপতিত্বে উক্ত সভায় ডিবিএ’র পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিএমবিএ’র নব নির্বাচিত সভাপতি এবং তাঁর কার্য নির্বাহী কমিটিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উক্ত সভায় ডিবিএ এবং বিএমবিএ’র মধ্যে ১২ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়, যে কমিটি আগামী দিনে একটি শক্তিশালী, গতিশীল পুঁজিবাজার গড়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করবে।