ডিবিএল সিরামিক থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে মতিন স্পিনিং

বিনিয়োগী প্রতিষ্ঠান ডিবিএল সিরামিক থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস। ১ জুন বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানি সূত্রে পাওয়া তথ্য জানা গেছে,ডিবিএল সিরামিকে মতিন স্পিনিং মিলের ১০০ টাকা মূল্য আড়াই লাখ শেয়ার বিদ্যমান রয়েছে। যার প্রতিটি শেয়ার ১৪৯ টাকা ৪৯ পয়সা দরে কোম্পানির অন্য শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করে দেওয়া হবে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭