পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ১৮ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।
কোম্পানী সূত্রে এ তথ্য জানা যায়।
২১ মার্চ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসে। ঘোষিত ১৮ শতাংশ ডিভিডেন্ডের পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
এসময়ে এককভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। আর সম্বনিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪০ পয়সা।
সমাপ্ত হিসাব বছরে এককভাবে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৩ পয়সা। আর সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৮৪ পয়সা।
আজকের বাজার/মিথিলা