ডিভিডেন্ড ঘোষণা করেছে পদ্মা প্রিন্টার্স ও দি ইঞ্জিনিয়ার্স

ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি পদ্মা প্রিন্টার্স ও দি ইঞ্জিনিয়ার্স কোম্পানি ৩০ জুন ২০১৯ সপ্তাহ আর্থিক বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পদ্মা প্রিন্টার্স কোম্পানিটি সমাপ্ত আর্থিক বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা না করে এজিএমের তারিখ ঘোষনা করেছে। কোম্পানির ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে সাভারের আনন্দপুর তালবাগে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আগামী ১২ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির বুক ক্লোজার অনুষ্ঠিত হবে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.০২৮ পয়সা এবং শেয়ার প্রতি দায় দাঁড়িয়েছে ২ টাকা ৭৪ পয়সা।

অন্যদিকে দি ইঞ্জিনিয়ার্স কোম্পানিটি সমাপ্ত আর্থিক বছরের জন্য ২৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির বুক ক্লোজার অনুষ্ঠিত হবে।

আজকের বাজার/এমএইচ