ডিভিডেন্ড ঘোষণা করেছে বাটা স্যু

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাটা স্যু কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০৫ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের জন্য ১০৫ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ডের ঘোষণা আসে, এর আগে প্রতিষ্ঠানটি ২৪০ শতাংশ ইন্টেরিম ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছিল যা জানুয়ারী ২০১৯ এ বন্টন করা হয়। এ নিয়ে ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের জন্য মোট ৩৪৫ শতাংশ ডিভিডেন্ড দিল প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির এজিএম রয়েছে আগামী ২৭ জুন। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট রয়েছে আগামী ২০ মে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৭৭ টাকা ৭৯ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ৮২ টাকা ৩৪ পয়সা। এনএভিপিএস হয়েছে ৩৪৭ টাকা ১১ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ৩০৮ টাকা ৮২ পয়সা। এনওএফসিপিএস দাড়িয়েছে ২ টাকা ৭৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৬২ টাকা ৪৮ পয়সা।

উল্লেখ্য, কর্পোরেট ঘোষণার জন্য আজ প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে কোন প্রাইস লিমিট থাকবে না।

 

আজকের বাজার/মিথিলা