৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ।
এর মধ্য ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
আজ মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা দেয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্র আরও জানায়, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২১ টাকা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪.৭৮ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.৪৩ টাকা বা ৮.৯৯ শতাংশ।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬০.৮২ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৫২ টাকা।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩১ মার্চ, সকাল ১১টায় লা-ভিটা হল লেক শোর হোটেল হাউজ#৪৬, রোড#৪১, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।