মডেল, অভিনেত্রী তাসনুভা তিশা আর স্বামীর সঙ্গে থাকছেন না। গত ফেব্রুয়ারি মাসে স্বামী ফারজানুল হকের সঙ্গে ডিভোর্স হয়েছে এই তারকার। এতদিন বিষয়টি মিডিয়ার দৃষ্টিতে না আসলেও এবার তিশা নিজেই এই তথ্য জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।
তিশা বলেন, ‘অনেকেই আমার কাছে জানতে চাইছে এবার ঈদে কেন আমার এতো কম কাজ। সবাইকে আমি কিছু সত্য বিষয় জানাতে চাই। গত ফেব্রুয়ারি মাসে আমাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে।’
এই অভিনেত্রী বলেন, ‘আমি কয়েক মাস আগে খুব অসুস্থ্য হয়ে পরি এবং হাসপাতালে ভর্তি হই। আর এ সব পরিস্থিতির জন্য কাজ করতে পারিনি। কারো সঙ্গে যোগাযোগও করতে পারিনি। কষ্টের বিষয় হচ্ছে আমার এই অবস্থার কারণ একেকজন একেকভাবে চিন্তা করে, সেটাকে নিয়ে নিজেদের মতো ভেবে নিচ্ছে।’
বিবাহবিচ্ছেদের বিষয়টি ব্যক্তিগত বলে মনে করেন এই তারকা। তিনি বলেন, ‘আমার ডিভোর্সের কারণ একেবারেই আমার নিজস্ব। এখন আমি নতুন করে ভালোভাবে কাজ শুরু করতে চাই।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। মডেলিং দিয়ে শুরু করেছিলেন শোবিজ ক্যারিয়ার। এরপর তাকে দেখা গেছে নিয়মিত অভিনয়ে। এ মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার ফারজানুল হকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিশা।
সংসার জীবনের তিন বছর পেরিয়ে যেতেই শোনা গেল ভাঙনের খবর। ফারজানুল ও তাসনুভার একমাত্র ছেলের নাম আনুশ।
আজকের বাজার/এমএইচ