ডিমলায় দুগ্ধ খামারীদের মানববন্ধন

 

প্রস্তাবিত বাজেটে গুড়া দুধের আমদানি শুল্ক ২৫ থেকে হ্রাস করে ১০ শতাংশ করার প্রস্তাব প্রত্যাহারের দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার (২৮ জুন) বিকেলে জাতীয় দুগ্ধ উন্নয়ন ফোরামের সঙ্গে একমত পোষণ করে ডিমলা দুগ্ধ খামারী অ্যাসোসিয়েশন এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

দুগ্ধ খামারীরা  জানান,   প্রস্তাবিত বাজেটে  গুড়া দুধের আমদানি শুল্ক ২৫ থেকে হ্রাস করে ১০ শতাংশ করা  হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত দেশীয় শিল্প বিকাশের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হবে।

খামারীরা  আরও জানান, অবিলম্বে আমদানিকৃত গুড়া দুধের উপর শুল্ক বৃদ্ধির জন্য সরকারের প্রতি জোর দাবি  তাদের। অন্যথায় অন্যান্য অনেক শিল্পের মতো দুগ্ধ শিল্পও মুখ থুবড়ে পড়বে।

মানববন্ধন শেষে খামারীদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আজকের বাজার/এসএম