মায়ানমারে রাখাইন রাজ্যের সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ ৫ হাজার জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব রোহিঙ্গাদের নিবন্ধন হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
২৯ অক্টোবর রোববার সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৩ লাখ ৫ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সবার রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। তিনি বলেন , কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের ২০টি ব্লকে মোট পাঁচটি পুলিশ ক্যাম্প স্থাপন হবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৫ আগস্ট থেকে প্রায় ৬ লাখ রোহিঙ্গা মায়ানমারের সেনা ও পুলিশ বাহিনীর নির্যাতনের মুখে জীবনের ভয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান জেলায় প্রবেশ করেছে।
রোহিঙ্গাবিরোধী মায়ানমার সেনাবাহিনীর অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নিধন’ হিসাবে চিহ্নিত করেছে।
আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে মায়ানমার সরকার রোহিঙ্গাদের প্রত্যাবসনের অঙ্গীকার করেছে। যারা সেদেশের বাসিন্দা হিসেবে প্রমাণ দেখাতে পারবেন শুধুমাত্র তাদেরকেই ফেরত নেওয়া হবে বলে দেশটির নেত্রী অং সান সু চি জানিয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে ২৯ অক্টোবর ২০১৭