ডিসেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়ছে ৫.৩০%

দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বা প্রতি ইউনিটে ৩৫ পয়সা হারে বাড়ছে। আগামী ডিসেম্বর মাস থেকে এই বাড়তি বিল পরিশোধ করতে হবে গ্রাহকদের।

বৃহস্পতিবার ২৩ নভেম্বর কারওয়ানবাজারে বিইআরসি ভবনে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। সেই সংবাদ সম্মেলন থেকেই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর এই ঘোষণা আসে।

উল্লেখ, চলতি বছর মার্চে বিভিন্ন খাতে গ্যাুসের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছিলেন, বিদ্যুৎ খাতে গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও সমন্বয় করা প্রয়োজন। এর পরই বিতরণ কোম্পানিগুলো বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠায়।

এর মধ্যে পিডিবি পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করে। আর গ্রাহক পর্যায়ে ডিপিডিসি ছয় দশমিক ২৪ শতাংশ ডেসকো ছয় দশমিক ৩৪ শতাংশ, ওজোপাডিকো ১০ দশমিক ৩৬ শতাংশ আর আরইবি ১০ দশমিক ৭৫ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করে।

এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম বাড়ায় সরকার। ওই সময়ে বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়। এতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়ে ২০ টাকা; ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে কমপক্ষে ৩০ টাকা।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ নভেম্বর ২০১৭