ডি গিয়ার নতুন চুক্তি নিয়ে আশাবাদী সুলশার

ডেভিড ডি গিয়ার ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার ব্যাপারে এখনো আশাবাদী কোচ ওলে গানাল সুলশার। এর আগে ক্লাব যে খেলোয়াড়ের প্রতি আগ্রহ দেখিয়েছে তাকে রেখে দেবার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করেছে বলেই সুলশার দাবী করেছেন।
এ বছরই ওল্ড ট্র্যাফোর্ডে গোলরক্ষক ডি গিয়ার শেষ বছর। নতুনভাবে চুক্তি না করলে আগামী গ্রীষ্মে ডি গিয়াকে ফ্রি ট্রান্সফার সুবিধাতে যেকোন দলই নিতে পারবে।

ডি গিয়ার প্রতি দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ইতোমধ্যেই চুক্তির শেষ পর্যায়ে আসা বেশ কিছু শীর্ষ খেলোয়াড়ের সাথে সম্প্রতি জুভেন্টাসের চুক্তির রেকর্ড রয়েছে। তবে ২৮ বছর বয়সী ডি গিয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরেই ইউনাইটেডে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও ডি গিয়ার চুক্তি নবায়নের বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী সুলশার।

এ সম্পর্কে ইউনাইটেড কোচ বলেছেন, ‘সবসময়ই আমরা বিশ্বের অন্যান্য গোলরক্ষকের ব্যাপারে খোঁজ রাখছি। তবে আমরা ডি গিয়াকে রেখে দেবার ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। সে নিজেও এ সম্পর্কে অবগত আছে। সবসময়ই আমরা চাই সেরা খেলোয়াড়দের নিয়ে দল গড়তে। এজন্য আমরা যাকেই চেয়েছি তাকে রাখতে সমর্থ হয়েছি। এ ব্যাপারে ব্যর্থতার পরিসংখ্যান খুবই সামান্য। আমি জানি না কেন সে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে চাচ্ছে না। আমি সব ধরনের আলোচনার সাথে জড়িত নই। তবে বিষয়টি নিয়ে আমি দারুণ আশাবাদী। ডি গিয়া আমাকে এ ব্যাপারে কখনই কিছু বলেনি। শুধু জানি সে ইউনাইটেডকে দারুণ ভালবাসে, এখানে সে আরো কিছুদিন থাকতে চায়।’

সাম্প্রতীক সময়ে বেশ কিছু অযাচিত ভুলের কারণে দারুণ সমালোচিত হয়েছেন ডি গিয়া। এবারের মৌসুমের শুরুটাও মোটেই ভাল হয়নি এই স্প্যানিয়ার্ডের। কিন্তু সুলশার দাবী জানিয়েছেন ডি গিয়ার এই ভুলগুলো আমরা মেনে নিয়েছি। কারণ হিসেবে ডি গিয়ার যোগ্যতার বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন ইউনাইটেড বস।

আজকের বাজার/লুৎফর রহমান