ফেনীর দাগনভূঞায় ফখরুল উদ্দিন চৌধুরী (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে মাতুভঞা বাজার সংলগ্ন একটি জমি থেকে ফখরুলের লাশ উদ্ধার করে পুলিশ।
ফখরুল দাগনভূঞার আজিজ ফাজিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
নিহতের বড় বোন শাহীনুর আক্তার জেসমিন জানান, গত ১০ দিন আগে তার ভাই ফখরুলের একটি এপাচি মোটরসাইকেল আটক করে নিয়ে যায় তার বন্ধু হিরো ও বাহাদুর। পরে তারা মোটর সাইকেলটি পুলিশ আটক করেছে মর্মে ফখরুলের কাছে ১০ হাজার টাকা দাবি করে।
তিনি দাবি করেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হিরো তাকে ফোন করে ১০ হাজার টাকা নিয়ে বাসার নিচে নামতে বলে। ফখরুল মায়ের কাছ টাকা নিয়ে বাসা থেকে নামলে তারা তাকে মাইক্রোবাসযোগে অন্যত্র নিয়ে যায়।
জেসমিন বলেন, সকালে তারা জানতে পারেন ফখরুলকে গলাকেটে হত্যা করে মাতুভূঞা এলাকায় একটি জমিতে পেলে রেখে যায়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আজকের বাজার: সালি / ২০ জানুয়ারি ২০১৮