ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় এক নারীর মৃত্যু হয়েছে।
মৃত খাদিজা আক্তার নীলা (২৭) রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জের মো. মনির হোসেনের স্ত্রী।
নীলার এক আত্মীয় জানান, ঈদুল আজহার সময় ডেঙ্গুতে আক্রান্ত হন নীলা। অবস্থা খারাপ হওয়ায় ১৬ আগস্ট তাকে ঢামেকে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান নীলা। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আজকের বাজার/এমএইচ