ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন শারমীন (২২) নামে এক তরুণী।
শারমীন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেলের মেয়ে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কামদা প্রসাদ সাহা জানান, গত ২৮ জুলাই শারমীন টেকেরহাটস্থ নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
তিনি আরও জানান, শারমিন হাসপাতালের আট নম্বর ওয়ার্ড মহিলা মেডিসিনের দুই নম্বর ইউনিটে ভর্তি ছিলেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
আজকের বাজার/লুৎফর রহমান