ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীতে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালে মেহরাজ হাসান নামে ওই শিশু শেষনিঃশ্বাস ত্যাগ করে।
এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করেছে। সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। এরমধ্যে ২৫ হাজার ৮৭২ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বর্তমানে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১৪০ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এ সংখ্যা অর্ধশতাধিক।
ঈদের সময় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজকের বাজার/লুৎফর রহমান