এডিশ মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে সরকার।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ২১১টি ঘটনা পর্যালোচনা করে ১৩৩ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
এদিকে বছরের শেষদিকেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে রোগী ভর্তির খবর পাওয়া যাচ্ছে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ৩৭ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ৩০ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন সর্বমোট ১ লাখ ৭৪২ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে ১ লাখ ১৭৭ জন বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৩০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ১৯২ জন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ