এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে রাজধানী ঢাকা ও বরিশালে বৃহস্পতিবার দুজন মারা গেছেন।
তারা হলেন- চাঁদপুরের আব্দুল আওয়ালের ছেলে গিয়াস উদ্দিন (৪০) ও বরিশালের শাহজাহান মিয়ার ছেলে মুনির হোসেন (৩৮)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাজধানীর পোস্তাগোলা এলাকার বাসিন্দা গিয়াস জ্বর নিয়ে বুধবার রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি হন।
পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলে আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত গিয়াসের বড় ভাই জাহাঙ্গীর জানান, তার ভাই একজন ব্যবসায়ী এবং তিন সন্তানের জনক।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মুনির হোসেন (৩৮) নামে অপর এক ব্যক্তি মারা যান।
মুনির মেহেন্দিগঞ্জ উপজেলার রুকন্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ডেঙ্গু জ্বর নিয়ে গত ১৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুনির। আজ (বৃহস্পতিবার) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, সারা দেশে ছড়িয়ে পড়া এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা আবারও বেড়েছে। ঢাকার চেয়ে অন্যান্য বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১১ জন। আর ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৯১৫ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত ৫৭ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৫১ হাজার ৬৭০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
শুধু আগস্ট মাসেই (২১ তারিখ পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯ হাজার ৫৩৪ জন। জুলাই মাসে এ সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩।
সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জন মৃত্যুবরণ করেছেন। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এ সংখ্যা আরও অনেক বেশি।
আজকের বাজার/এমএইচ