ডেঙ্গুর প্রকপ এতো বেশি যে, ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন রোগী হাসপাতালে ভর্তি

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ১৮৮ ঢাকায় এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৯০৭ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮৪১ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ১৯২ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৪ হাজার ২৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান