জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৪৮ হাজার ২৮০ জন।
এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪০ হাজার ৬৭০ জন। আর এ যাবত ডেঙ্গু জ্বরে মারা গেছেন ৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
বর্তমানে সারাদেশের হাসপাতাগুলোতে ভর্তিকৃত ডেঙ্গুরোগী আছেন ৭ হাজার ৫৭০ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৩ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।