ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা কমে আসছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ৫৪ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৮৯ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৭৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩৪২ জন।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন সর্বমোট ৯৭ হাজার ৬৮৩ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়প্রাপ্ত রোগী ৯৬ হাজার ৬৩৬ জন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করেছে এবং এদের মধ্যে ১১২ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ