অক্টোবরের মাঝামাঝিতে এসেও ডেঙ্গুর প্রকোপ এখনও শেষ হয়ে যায়নি। শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮৪ জন নতুন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে ৬২ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী আছেন ১ হাজার ৫৩ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৪৩ জন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ১৫৮টি মৃত্যু পর্যালোচনা করেছে এবং এদের মধ্যে ৯৮ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
আজকের বাজার/এমএইচ