দেশের বিভিন্ন হাসপাতালে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৭৪ নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ৫৪ জন ঢাকার হাসপাতালে ভর্তি নিয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
এডিস মশার কামড় থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৬ হাজার ৮২০ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯৫ হাজার ৭৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৮৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩৪৭ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৪৮টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ১৭১টি ঘটনা পর্যালোচনা করে ১০৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
আজকের বাজার/এমএইচ