এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ৫০ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৮ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
ডেঙ্গু নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন সর্বমোট ১ লাখ ৫২৪ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে ৯৯ হাজার ৮৭৫ জন বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৩৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ২৩৮ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ২০৪টি ঘটনা পর্যালোচনা করে ১২৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ