সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৪৩০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতির ইঙ্গিত দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ভর্তি হয়েছেন ১৩২ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯৮ জন।
বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি রোগী আছেন ২ হাজার ৯৯ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৮৭৫ জন। অন্যান্য বিভাগে ভর্তি ১ হাজার ২২৪ জন।
এডিস মশার কামড় থেকে ছড়ানো ডেঙ্গু এবার এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভয়াবহ আকার ধারণ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সর্বমোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগী ৮৪ হাজার ৮২৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮২ হাজার ৫২৫ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি ১১৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৬৮টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তবে বেসরকারি হিসেবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আরও বেশি।
আজাকের বাজার/এমএইচ