ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৪৬১ রোগী হাসপাতালে

চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত যে হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছিল, সেপ্টেম্বরে এসে সেই হার কমেছে। এবছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ১ জানুয়ারি থেকে আজ (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৫ হাজার ২৮৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৬ হাজার ২৮৬ জন ও ঢাকার বাইরে ৩৯ হাজার ২ জন।

ভর্তিকৃত মোট রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৩ হাজার ৬৭ জন অর্থাৎ ৯৭ দশমিক ৪ শতাংশ রোগী সুস্থ হয়ে গেছেন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীদের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৪৫ হাজার ২৬১ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৩৭ হাজার ৮০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে ঢাকার হাসপাতালে এক হাজার ২৫ জন ও ঢাকার বাইরে এক হাজার ১৯৬ জনসহ মোট দুই হাজার ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ৪৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৪৩ জন ও ঢাকার বাইরে ৩১৮ জন।

আজকের বাজার/এমএইচ