ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ কুষ্টিয়ার ভেড়ামারায় মীনা খাতুন, ফরিদপুর মেডিক্যালে সিদ্দিক এবং কিশোরগঞ্জে ফাতেমা নামে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আর, গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৩ জন।
ঢাকার বাইরে বাড়লেও রাজধানীতে ধীরে ধীরে কমছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সোমবার যেখানে ঢাকায় ছিল ৩০০ জন এবং ঢাকার বাইরে ৪১৬ জন, সেখানে মঙ্গলবার ঢাকায় ২৯৪ জন এবং ঢাকার বাইরে ৪৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে যেখানে ডেঙ্গু আক্রান্তদের ভর্তি নিয়ে হিমশিম খেতে হতো কর্তৃপক্ষকে সেখানে বেশ কয়েকটি শয্যা এখন ফাঁকা পড়ে আছে। ফলে, উদ্বেগ উৎকন্ঠাও কমছে অভিভাবকদের।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালেও ভর্তির চেয়ে সুস্থ হয়ে চলে যাওয়া রোগীর সংখ্যাই বেশি। কর্তব্যরত চিকিৎসকরাও বলেছেন, সঠিক চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠছে ডেঙ্গু আক্রান্তরা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৩ জন। যা সোমবারের চেয়ে ৩৭ জন বেশি।
আজকের বাজার/এমএইচ