ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৪৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি রয়েছেন ৩৫ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২ জনকে ভর্তি করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম তাদের নিয়মিত আপডেটে জানিয়েছে।
২০১৯ সালে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে এক লাখ এক হাজার ৩৭ জন বাড়ি ফেরেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর)২০১৯ সালে ২৬৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদনের মধ্যে ২৩৪টি ঘটনা পর্যালোচনা করে ১৪৮ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান