স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার জানিয়েছে, বর্তমানে ঢাকার বাইরের হাসপাতালে একজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। অধিদপ্তরের সর্বশেষ বার্তা অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
চলতি বছরে এখন পর্যন্ত ২৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৯১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। তারা সবগুলো পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার