ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মৃত সিরাজুল ইসলাম (৪০) ফরিদপুর জেলার সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে। তিনি মাদারীপুরের শিবচরে বসবাস করতেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, গত রোববার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সিরাজুল শিবচর হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ ভোরে তার মৃত্যু হয়।
এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হলো বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এ পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে ২ হাজার ৭১৯ জন। এর মধ্যে ২ হাজার ৭৬ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। বর্তমানে ভর্তি রয়েছে ২০২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় এ জেলাতে ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন।
আজকের বাজার/এমএইচ