ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফিরোজ কবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র মারা গেছেন।
শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ঢাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান।
ফিরোজ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।
ফিরোজের সহপাঠী ইকবাল হোসেন বলেন, ‘ফিরোজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল। বৃহস্পতিবার সেখান থেকে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
উল্লেখ্য, এবছর মশাবাহিত ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করেছে। সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ঢাবি ছাত্র ফিরোজ সহ অন্তত নয়জন মারা গেছেন।
আজকের বাজার/এমএইচ