ডেঙ্গু জ্বরে হবিগঞ্জ সিভিল সার্জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জের নব নিযুক্ত সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন হাজরা (৫৩) মারা গেছেন।

সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি (সিভিল সার্জন) মারা যান।

শাহ আলম জানান, গত ৯ জুলাই ঝালকাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে হবিগঞ্জে জেলা সিভিল সার্জন হিসেবে যোগদান করেন ডা. শাহাদত। ঢাকায় থাকা পরিবারের সাথে কিছুদিন ছুটি কাটিয়ে গত ২০ জুলাই জ্বর নিয়ে কর্মস্থলে যোগদান করেন তিনি।

তিনি আরও জানান, ওই দিন দুপুরে জ্বর বেড়ে গেলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান এবং রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজকের বাজার/লুৎফর রহমান