ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় তার ব্যাখ্যা দিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের তলব করেছেন হাইকোর্ট।
আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এরআগে গত ১৪ জুলাই মশা নিধনে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছিলেন এই বেঞ্চ। ২২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ আদালতকে জানাতেও বলা হয়েছিল।
সে বিষয়ে শুনানির পর আজ দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করা হলো।
আজকের বাজার/এমএইচ