স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে। আশা করছি, খুব অল্প দিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব।
বৃহস্পতিবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কয়েক লাখ ডেঙ্গু টেস্টিং কিট আনার ব্যবস্থা করেছি। আজ রাতের মধ্যে ১ লাখ কিট আসবে, আগামীকাল বাকীগুলোও চলে আসবে।
তবে এসময় তিনি ঈদে অনেক নগরবাসী বাড়ি যাওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কাও ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে, এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।
‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আমাদের মন্ত্রনালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি’, জানান মন্ত্রী।
আজকের বাজার/এমএইচ