ডেঙ্গু রোগ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত সময় বিড়ম্বনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ২৮ জুলাই সপরিবারে মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। চলমান ডেঙ্গু পরিস্থিতির মধ্যে তার বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখেই বুধবার রাতে দেশে ফেরেন তিনি।
আজ দুপুর ২টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তার এ সংবাদ সম্মেলন করার কথা ছিল।
আজকের বাজার/এমএইচ