ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার ঢাকায় ‘মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ’ উদ্বোধনের পর তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কারণ সব প্রতিষ্ঠান একযোগে কাজ করছে।
মন্ত্রী দাবি করেন, আমরা পরীক্ষা করে এটি নিশ্চিত করেছি যে মশা নির্মূল করতে ব্যবহৃত ঔষধ কার্যকর।
এবছর মশাবাহিত ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করেছে। সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ৮ হাজার ৫৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারের তথ্য অনুযায়ী, বুধবার সারাদেশে ৫৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরেই ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্র – ইউএনবি