ডেঙ্গু পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের বুধবার বলেছেন, এ সংকট মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
রাজধানীর জিগাতলায় আওয়ামী লীগের উদ্যোগে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, ‘দেশের প্রতিটি পাড়া ও মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চলবে। অন্যান্য চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে।’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির জন্য এ অভিযান শুরু হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া ভ্রমণ নিয়ে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘কে দেশে আর কে বিদেশে আছে তা বিষয় নয়, মূল বিষয় হচ্ছে ডেঙ্গু মোকাবিলায় কাজ হচ্ছে কি না।’
তিনি আরও জানান, প্রয়োজন হলে আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয়ে রক্ত পরীক্ষা করবে।
আজকের বাজার/এমএইচ