ডেঙ্গু মুক্ত নিরাপদ নগর গড়তে চান গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ে আজ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সকলকে নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে চাই। সে জন্যে আগে থেকে তেমন প্রস্তুতি না থাকলেও এখন আমরা সবাইকে নিয়ে মশা নিধন করে স্বাস্থ্যসম্মত নিরাপদ নগর, ডেঙ্গু মুক্ত নগর গড়তে প্রস্তুত।’
ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রচারপত্র বিতরণ এবং ফগার মেশিনের মাধ্যমে এডিস মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘আসুন আমাদের শহর আমরা পরিষ্কার রাখি, আমরা ৪০ লাখ মানুষের এ নগরকে ডেঙ্গু মুক্ত করি। সবার সহযোগিতার মাধ্যমে নগরকে নিরাপদ করতে চাই। আমরা সিটির কাউন্সিলর ও সকল কর্মকর্তা-কর্মচারীকে সার্বক্ষণিক মনিটরিং করছি। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বাড়িয়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি। নগরের বিভিন্ন হাসপাতালসহ নগরবাসী কেউ কোথাও যেন হয়রানির শিকার না হয়, চিকিৎসায় ভোগান্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।’
বাসাবাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে সেজন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এডিস মশা নিধনে ৫৭টি ওয়ার্ডে এক যোগে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, কলামিস্ট ও পরিবেশবিদ আবুল মকসুদ। এছাড়া কর্মসূচিতে পরিবেশবিদ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
আজকের বাজার/এমএইচ