ডেঙ্গু মোকাবিলায় সরকারকে সহযোগিতা করুন: ওবায়দুল কাদের

ফাইল ছবি

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনগণকে সরকারের অহেতুক সমালোচনা না করে বরং সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘এখন একটাই কাজ হলো প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধ করা।’

সবাইকে বাসাবাড়ি ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে কাদের বলেন, ডেঙ্গু নির্মূলে ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে।

ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ বলে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপিই দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।’

সরকারকে ব্যর্থ বলার আগে বিএনপিকে নিজেদের ব্যর্থতা স্বীকার করার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

আজকের বাজার/লুৎফর রহমান