ডেনমার্কে তুরস্কের দূূতাবাসে বোমা হামলা

ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনে অবস্থিত তুরস্কের দূূতাবাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ হামলার ঘটনাটি ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ রয়টার্সকে জানায়, বিল্ডিংটি যখন খালি ছিলো তখন দুইজন লোক বোমা হামলার ঘটনাটি ঘটায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিল্ডিংটির বাইরের দিকে কিছু ক্ষতি হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

একেএ/আরএম