পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩১ তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানির ঢাকা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সুহৃদ ইন্ডাস্ট্রিজ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তথ্য প্রযুক্তি (আইটি) খাতের কোম্পানি ডেভনেট লিমিটেডের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ওইদিন সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে একটি চুক্তির অনুমোদন করা হয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর, মঙ্গলবার কনসোর্টিয়াম গঠনের লক্ষ্যে কোম্পানি দুটি একটি চুক্তি সই করে।
চুক্তি অনুসারে, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আলোচিত আইটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে ডেভনেট-সুহৃদ জেভিসি (জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম) গঠন করবে। এই কনসোর্টিয়াম স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইটি, ই-গভর্ন্যান্স, সফটওয়্যার, ডিজিটাইজেশন, অটোমেশন প্রকল্পসহ নানা ধরনের কাজ করবে।
চুক্তিতে আরও জানা যায়, কনসোর্টিয়ামের মুনাফা কোম্পানি দুটির মধ্যে ৫০-৫০ ভিত্তিতে বা পারস্পরিক সম্মতিযুক্ত অনুপাতের সাথে ভাগ করা হবে।
উল্লেখ্য, বিদ্যমান আইন অনুসারে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই ব্যবসায়ের মুনাফায় করমুক্ত সুবিধা পাওয়া যাবে।
আজকের বাজার/এমএইচ