রাজধানীর ডেমরায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জাবেদ কাদরী (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ৭আগস্ট সন্ধ্যায় অভিযুক্তকে আটক করা হয়।
ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, ডেমরার সাদ্দাম মার্কেট এলাকার ওই গৃহবধূর স্বামী কাঠমিস্ত্রির কাজ করতো। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি জাবেদ কাদরী ওই গৃহবধূর স্বামীর পূর্ব পরিচিত। জরুরি প্রয়োজনে তার স্বামী চট্টগ্রামে গেলে গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে জাবেদ তার বাসায় আসে। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই গৃহবধূ সোমবার ডেমরা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ জাবেদ কাদরীকে সোমবার সন্ধ্যায় আটক করেছে।
আজকের বাজার: আরআর/ ০৮ আগস্ট ২০১৭