ডেমরা-আমুলিয়া-রামপুরা শেখের জায়গা লিংক রোডে ভারী যান চলাচলের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনে শুনানি নিয়ে সোমবার ০৫ জুন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া ওই লিংক রোডটি ধ্বংস ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বিবাদীদের নিস্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল ও জারি করেছেন আদালত।
সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ ১১ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এম জি সারোয়ার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
তদারকির অভাবে বছর ঘুরতেই রাস্তা ভেঙে তছনছ শিরোনামে ২৫, মে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। সেই প্রতিবেদন যুক্ত করে বনশ্রীর বাসিন্দা, এ কে এম কামরুল হাসান খান পাঠান রবিবার রিটটি করেন।
আজকের বাজারঃ সালি/৫ জুন ২০১৭